Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা

পার্বত্যাঞ্চলে বিভিন্ন উপজাতীয় জনগোষ্টীদের মধ্যে বিভিন্ন প্রকারের ঐতিহ্যবাহী খেলাধুলা রয়েছে। ফুটবল, ক্রিকেট, হাডুডু, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি প্রভৃতি খেলার পাশাপাশি ঐতিহ্যবাহী লোকজ খেলাধুলা ও রয়েছে। তম্নধ্যে বালক বালিকাদের জন্য পল্লাপল্লী খারা, (লুকোচুরি খেলা), বুদ্ধিমান খারা, রাজা খারা, মালা খারা, কবাজাং খারা, মাঘ খারা, চোখ বান্দা খারা, ইজিবিজি খারা ইত্যাদি। পার্বত্যাঞ্চলের চাকমা সম্প্রদায়ের আঞ্চলিক ভাষায় খেলাকে খারা বলা হয়। কিশোর ও যুবকেরা যেই সব খেলা খেলে তা হল- পত্তি খারা,  ঘিলা খারা (চেপ্টা এবং গোলাকৃতি একপ্রকার ফল), নাদেং (লাঠিম) খারা, গুদু (হাডুডু) খারা, পোর (দাড়িয়াবান্দা) খারা, মালকুন্ড খারা, বলি (মল্ল) খারা ইত্যাদি। ঘরে বসে খেলার মত অনেক খেলার প্রচলন আছে। যেমন, সেজক খারা, শামুক খারা, পেক খারা, বাঘদী খারা, পাশা খারা এলাদুলা খারা ইত্যাদি।