ক্রঃ নং | সেবার ধরণ | সেবা গ্রহণকারী সংস্থা/ ব্যক্তি | সেবার বিবরণ | সেবা প্রদানের অধিদপ্তর ও স্থান | |
1. | আর্থ-সামাজিক উন্নয়নে প্রশিক্ষণ | বেকার যুব ও যুব মহিলা, ক্লাব, সমিতি, সংস্থা সহ আগ্রহী সচেতন জনগণ। | ০১. আত্ম কর্মী হওয়ার প্রশিক্ষণ ও ঋণ প্রদানের জন্য সহায়তা তহবিল প্রদান। অন্যান্য আর্থ-সামাজিক কার্যাবলী ০২. জনসংখ্যা নিয়ন্ত্রনে সচেতনতা বৃদ্ধি করা। বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপন, মাদকের কু-প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা (বিসত্মারিত সংযুক্ত)। | উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা। |
|
2. | প্রশিক্ষণ গ্রহনকারীদের ঋণ প্রদান | প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুব ও যুব মহিলা, ক্লাব, সমিতি, সংস্থা সহ আগ্রহী সচেতন জনগণ (১৮-৩৫ বৎসরের বয়স্করা) | প্রশিক্ষণ প্রাপ্তরা ২৫-৫০ হাজার টাকার ঋণ গ্রহন করতে পারেন। তাছাড়া ক্লাব ভিত্তিক ১ (এক) লক্ষ টাকা পর্যমত্ম ঋণ গ্রহন করতে পারে। | ঐ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস