বরকল উপজেলা একটি প্রাকৃকিত সৌন্দয্য উপজেলা। এ উপজেলায় অনেক প্রাকৃকিত দৃশ্যবলী রয়েছে। যেমন, সুবলং পাহাড়, ফালিত্তাঙ্গেচুগ এবং ভারতের মিজোরাম পাহাড়। আরো অনেক ছোট ছোট পাহাড় রয়েছে এ উপজেলায়। বৃষ্টির সময় সুবলং ঝরণা মনোরম জলপ্রপাত সৃষ্টি হয়। এ সময় অনেক পর্যটক এসে থাকে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস