Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সুবলং মাজার
স্থান
সুবলং বাজার, বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
কিভাবে যাওয়া যায়
রাঙ্গামাটি হইতে লঞ্চ, স্পীড বোট, টেম্পু বোটে করে সুবলং মাজার যাওয়া যায়।রাঙ্গামাটি থেকে টেম্পুবোট ভাড়া পাওয়া যায়।বোট অনুযায়ী ভাড়া নেওয়া হয়। সাধারনত ১,০০০ টাকা থেকে ২,০০০টাকা দিয়ে টেম্পু বোট ভাড়া পাওয়া যায়।আর লঞ্চে করে জনপ্রতি ৫০ টাকা ভাড়া।সবসময় রাঙ্গামাটি থেকে লঞ্চ পাওয়া যায়।সুবলং থেকে থেকেও লঞ্চ পাওয়া যায়।
বিস্তারিত

১৯৭১ সালে এই স্থানে ফকির সন্ন্যাসি এই স্থানে বসবাস করত। এই সন্ন্যাসি ফকিরকে পাকিস্তানী সেনাবাহিনী মুক্তিবাহনীর সোর্স মনে করত। তাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই স্থানে পাকিস্তানী হানাদার বাহিনী ফকিরকে হত্যা করেছিল। তখন থেকে এই স্থানকে বিভিন্ন ধর্মের পূন্যার্থীরা  পবিত্র স্থান হিসেবে মনে করত এবং এই স্থানে গিয়ে বিভিন্ন ধরণের মানস করত। ফলও পেত। প্রতি বছর ডিসেম্বর মাসে এই স্থানে মুসলিম ধর্মাবলম্বীরা ধমীয় অনুষ্ঠান পালন করে আসতেছে।প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে এই স্থান দর্শন করার জন্য লোকের সমাগম হয়।