সুবলং ইউনিয়নের পর উত্তর দিকে জলপথটি ধরে আপনি যাবেন লংগদু উপজেলা ও বাঘাইছড়ি উপজেলা আর উত্তর পূর্ব দিকের রাস্তা ধরে আপনি যাবেন বরকল উপজেলা। আঁকা বাঁকা নদীপথে রাঙ্গামাটি সদর থেকে ০২.৩০ঘন্টা অথবা ০৩.০০ঘন্টা নৌপথে আপনি বরকল সদর ইউনিয়ন বা বরকল উপজেলা পরিষদ ঘাটে অথবা বরকল বাজার ঘাটে নামতে পারবেন। বরকল উপজেলা পরিষদ ঘাট বা বাজার ঘাটে নামার পর বিপরীত দিকে তাকালে দেখবেন একটি সুউচ্চ পাহাড়। এই পাহাড়টি বরকল উপজেলার সরকারী রিজার্ভ ফরেষ্ট। এই পাহাড়ে এখনো হরিণ সহ অন্যান্য প্রাণীর ডাক শোনা যায়। গত ০৫/০৬ বছর পূর্বে এই পাহাড়ে বাঘের ডাক শোনা যেত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস