Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সুবলং পাহাড়
স্থান
সুবলং, বরকল উপজেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
কিভাবে যাওয়া যায়
নদী পথে রাঙ্গামাটি থেকে লঞ্চ, স্পীডবোট, টেম্পুবোটে করে যাওয়া যায়।সারা বছর এই প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলা ভূমি নৌ ভ্রমণ করে উপভোগ করা যায়।পাহাড়ী ঝর্না, উঁচু উঁচু পাহাড় দেখতে কার না ভাল না লাগে।রাঙ্গামাটি থেকে লঞ্চ, স্পীড বোট, টেম্পু বোট ভাড়া পাওয়া যায়া।
বিস্তারিত

এই পাহাড় রাঙ্গামাটি থেকে সুবলং যাওযার পথে দেখা যায়। বর্যাকালে দেখতে খুব সুন্দর লাগে। মনে হয়ে প্রাকৃতিক লীলাভূমি।সারা বছর নৌ পথে যাওয়া যায়। সারা বছর দেশ বিদেশ থেকে সুবলং ঝর্ণা ও সুবলং পাহাড় দেখতে লোকের সমাগম ঘটে।দেশে বিদেশ থেকে ভ্রমণ পিপাসু পর্যটক যারা রাঙ্গামাটি দর্শণ করতে আসে তারা তো অবশ্যই সুবলং ঝর্না ,পাহাড় দর্শন করে আসবে।