এতদ্বারা বরকল উপজেলার সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)”এর আওতায় বরকল উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন "বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আয়বৃদ্ধির লক্ষ্যে আউটসোর্সিং প্রশিক্ষণ/ফ্রিল্যান্সিং" ট্রেডে বরকল উপজেলার আগ্রহী প্রার্থীদের (নারী/পুরুষ) ১৪ দিন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে। আগামী ২২/০৫/২০২২ ইং তারিখে প্রশিক্ষণার্থী বাছাই এর উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আগ্রহীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীদের উক্ত তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার, বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা বরাবরে প্রশিক্ষণ গ্রহণের আবেদন ও নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ সরাসরি উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে।
শর্তাবলীঃ
১। আবেদনকারীকে অবশ্যই বরকল উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। আবেদনকারীর বয়স ১৮-৩৫ এর মধ্যে হবে।
৩। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি/এইচএসসি পাশ হতে হবে।
৪। আবেদনকারীকে সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ উপস্থিত হতে হবে।
৫। সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট এবং যাতায়াত ভাতা প্রদান করা হবে।
৬। প্রশিক্ষণার্থী বাছাই/প্রশিক্ষণ বাতিলসহ যাবতীয় সিদ্ধান্ত উপজেলা পরিষদ সংরক্ষণ করবে।
৭। প্রশিক্ষণার্থীকে অবশ্যই কম্পিউটার চালনা এবং আউটসোর্সিং বিষয়ে ধারণা থাকতে হবে।
৮। প্রশিক্ষণটিকে যথযথভাবে বাস্তবায়নের স্বার্থে প্রয়োজনে রাঙ্গামাটিতে আয়োজন করা হতে পারে (যদি বরকলে ইন্টারনেটের গতি সংক্রান্ত কোন সমস্যা হয়।)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS