গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা পরিষদ কার্যালয়, বরকল
রাঙ্গামাটি পার্বত্য জেলা।
সেপ্টেম্বর/২০১১ উপজেলা পরিষদের সাধারণ সভার কার্যবিবরণী
সভাপতি ঃ জনাব সন্তোষ কুমার চাকমা
চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বরকল
সভার তারিখ ঃ ২০/০৯/২০১১খ্রিঃ রোজ মঙ্গল বার।
সভার সময় ঃ বেলা ১২.০০ ঘটিকা।
সভার স্থানঃ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ।
সভার উপস্থিতি ঃ পরিশিষ্ট ‘‘ক’’।
সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন। সভার প্রারম্ভে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে সভা পরিচালনা করার জন্য অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসার বিগত ১৬/০৮/২০১১খ্রিঃ তারিখ সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। এতে নতুন কোন সংশোধনী প্রসত্মাব না থাকায় সর্বসম্মতিক্রমে তা দৃঢ়ীকরণ করা হয়। অতঃপর সভায় বিসত্মারিত আলোচনা ও সিদ্ধামত্ম সমূহ গৃহীত হয়-
ক্রম | আলোচ্য বিষয় ও আলোচনা | সিদ্ধামত্ম | বাসত্মবায়নকারী | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১. | উপজেলা সমাজ সেবা বিভাগ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সভায় জানান যে, বয়ষ্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, দুঃস্থ মহিলা ভাতা এবং অসচ্চল প্রতিবন্ধী ভাতা সমূহ চলতি অর্থ বছর হতে তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে। ব্যাংক হিসাব খোলা বিগত ১৮/০৯/২০১১খ্রিঃ তারিখ হতে শুরম্ন করা হয়েছে। এ ব্যাপারে সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা কামনা করেন। | ১। বয়ষ্কভাতা, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, দুঃস্থ মহিলা ভাতা এবং অসচ্চল প্রতিবন্ধী ভাতা সমূহ চলতি অর্থ বছর হতে তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে কোন প্রকার অনিয়ম গ্রহণযোগ্য হবেনা। | ১। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, বরকল। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২. | মহিলা বিষয়ক বিভাগ মহিলা বিষয়ক কর্মকর্তা, সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম যথারীতি চলছে। | ১। এ ধারা অব্যাহত রাখতে হবে। | ১। মহিলা বিষয়ক কর্মকর্তা। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৩. | প্রাথমিক শিক্ষা বিভাগ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সভায় জানান যে, নতুন নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকগণ যোগদান করেছেন। বর্তমানে বরকল উপজেলার কোন প্রাথমিক বিদ্যালয়ে কোন পোষ্ট খালি নেই। উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, উপজেলার প্রাথমিক শিক্ষার মান বাড়ানোর জন্য উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। চেয়ারম্যান উপজেলা পরিষদ বলেন যে, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির কারণে বর্তমানে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার এরম্নপ বেহাল দশা। সকল শিক্ষা কমিটি সুষ্টু ও সুন্দর ভাবে কাজ করেনা। জেলা পরিষদ উপজেলা শিক্ষা কমিটির কোন প্রকার প্রতিবেদন ব্যতিরেকে কিভাবে শিক্ষক বদলী করে তা খতিয়ে দেখা প্রয়োজন বলে সভাপতি সভায় উলেস্ন্খ করেন। | ১। সকল শিক্ষা কমিটিকে সুষ্টু ও সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। ২। ভবিষ্যতে কোন প্রকার বদলী করা হলে তা উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির কার্যবিবরণী ব্যতিরেকে করা যাবে না। ৩। উপজেলায় প্রাথমিক শিক্ষার মান বাড়ানোর জন্য সকল বিভাগীয় কর্মকর্তা কর্তৃক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। | ১। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ২। উপজেলা শিক্কা কমিটির সকল সদস্য। ৩। উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৩. | উপজেলা সমবায় বিভাগ উপজেলা সমবায় কর্মকর্তা সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম যথারীতি চলছে। | এ ধারা অব্যাহত রাখতে হবে। | ১। উপজেলা সমবায় কর্মকর্তা। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৪. | উপজেলা প্রাণী সম্পদ বিভাগ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম যথারীতি চলছে। | ১। এ ধারা অব্যাহত রাখতে হবে। | ১। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৫. | উপজেলা পলস্নী উন্নয়ন বিভাগ উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে, তার বিভাগে একটি বাড়ী একটি খামার প্রকল্পে একজন সমন্বয়কারী ও একজন পরিদর্শক যোগদান করেছেন। উপজেলা নিবাহী অফিসার বলেন যে, বিআরডিবি এর এক্সটেনশান প্রোগ্রাম এসেছে। নতুন করে গ্রাম সিলেকশন করে ঐ সকল গ্রাম সমূহে উপকারভোগী সিলেক্ট করতে হবে। এ বিষয়ে কোন প্রকার দূর্নীতি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। | ১। নতুন করে একটি বাড়ী একটি খামার প্রকল্পে উপকার ভোগী সিলেক্ট করতে হবে। | ১। উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা।
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৬. | উপজেলা পরিসংখ্যান বিভাগ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সভায় বলেন যে, তার বিভাগের কার্যক্রম যথারীতি চলছে। | ১। তাকে এ ধারা অব্যাহত রাখতে হবে। | ১। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা।
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৮. | উপজেলা খাদ্য বিভাগ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন যে, তার বিভাগের কার্যক্রম যথারীতি চলছে। এ বিষয়ে চেয়ারম্যান আইমাছড়া ইউপি বলেন, তার ইউনিয়নে ভিজিডি চাল বিতরণে বিভিন্ন সমস্যা কথা উলেস্নখ করেন। মাঝে মাঝে ট্যাগ অফিসারগণ উপস্থিত থাকেন না। | ১। তাকে এ ধারা অব্যহত রাখতে হবে। ২। ভিজিডি চাল বিতরণের সময় আবশ্যিকভাতে ট্যাগ অফিসারগণকে উপস্থিত থাকতে হবে। মাসের ১০ তারিখের মধ্যে অথবা ১ম সপ্তাহের মধ্যে চাল বরাদ্দ দিতে হবে এবং ১৫ তারিখের মধ্যে বিতরণ শুরম্ন করতে হবে। | ১। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। ২। ট্যাগ অফিসার (যখন যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন), বরকল। ৩। চেয়ারম্যান, ইউপি সকল, বরকল। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৯. | উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগ জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম যথারীতি চলছে। | ১। তাকে এ ধারা অব্যহত রাখতে হবে। | ১। উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১০. | স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ সভায় জানান যে, ডাক্তার স্বল্পতার কারণে বর্তমানে তার বিভাগের কার্যক্রম সুষ্টুভাবে চলছেনা। | ১। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের জন্য প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার পদায়নের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে পত্র প্রেরণ করতে হবে। | ১। উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরকল। ২। সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১১. | উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম যথারীতি চলছে। | ১। তাকে এ ধারা অব্যহত রাখতে হবে। | ১। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১২. | বন বিভাগ উপজেলা বনবিভাগ কর্মকর্তা সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম যথারীতি চলছে। | ১। তাকে এ ধারা অব্যহত রাখতে হবে। | ১। উপজেলা বন কর্মকর্তা, বরকল। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৩. | পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প সমন্বয়ক সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম যথারীতি চলছে। | ১। তাকে এ ধারা অব্যহত রাখতে হবে। | ১। উপ প্রকল্প সমন্বয়ক, আইসিডিপি, বরকল। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৪. | উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম যথারীতি চলছে। | ১। তাকে এ ধারা অব্যহত রাখতে হবে। | ১। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, বরকল। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৫. | উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত সভায় জানান যে, তার বিভাগের কার্যক্রম যথারীতি চলছে। | ১। তাকে এ ধারা অব্যহত রাখতে হবে। | ১। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বরকল। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৬. | উপজেলা যুব উন্নয়ন বিভাগ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে, মাইচছড়ি এলাকায় মৎস্য চাষের উপর যে প্রশিক্ষণ দেওয়ার কথা তা যথাসময়ে বাজেট না পাওয়ার কারণে শুরম্ন করা সম্ভব হয়নি। বাজেট পাওয়ার সাথে সাথে উক্ত এলাকায় প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করা হবে। প্রধান কার্যালয়ের স্মারক নং- যুউঅ/বাসত্মঃ/যুব পুরষ্কার-৩৭১/(অংশ-১)২০১১-৫৮৮ তারিখ ২৭/০৭/২০১১খ্রিঃ নির্দেশিত হয়ে জাতীয় যুব পুরষ্কার ২০১১প্রদানের লক্ষ্যে সফল আত্মকর্মী যুবক ও যুব মহিলা এবং শ্রেষ্ঠ যুব সংগঠক (নারী ও পুরম্নষ) মনোনয়ন প্রসত্মাবের শর্তাবলী মোতাবেক একজনের নাম পাহাড়ী কোটায় মনোনয়ন দেওয়া হয়েছে। ঋণ কর্মসূচীর আওতায় অত্র মাসে ৫৫.০০০/- টাকা ২০/০৯/২০১১ খ্রিঃ তারিখ পর্যমত্ম ঋণ আদায় করা হয়েছে। | ১। ঋণ আদায় কার্যক্রম অব্যাহত রাখতে হবে। | ১। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বরকল। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৭. | উপজেলা ত্রাণ বিভাগ ক)উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা সভায় জানান যে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছোট ছোট ১২ মিটার দৈর্ঘ্য পর্যমত্ম সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১১-১২ অর্থ বছরের ০৫ টি প্রকল্পের বিপরীতে গত ০৭/০৯/২০১১খ্রিঃ তারিখে দাখিলকৃত ৪৭ টি দরপত্র উন্মুক্ত কমিটি কর্তৃক উন্মুক্ত করা হয়। উন্মুক্ত কমিটি ৪৭ টি দরপত্র উন্মুক্ত করতঃ মূল্যায়ন কমিটির নিকট পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই এর জন্য প্রেরণ করেন। গত ১৩/০৯/২০১১খ্রিঃ তারিখে ১২.৩০ ঘটিকার সময় মূল্যায়ন কমিটি দরপত্রগুলো যাচাই বাছাই থেকে উপস্থিত চেয়ারম্যান উপজেলা পরিষদ বরকল, উপজেলা নির্বাহী অফিসার বরকল, স্থানীয় জনপ্রতিনিধি ও ঠিকাদারগণের উপস্থিতি দরপত্রগুলো ৫% নিন্মদর হওয়ায় উন্মুক্ত লটারীর মাধ্যমে প্রতিটি প্রকল্পের বিপরীতে ১ম, ২য় এবং ৩য় মোট তিন জন করে ঠিকাদার নির্ধারণ করেন। লটারীর মাধ্যমে ১ম স্থান নির্ধারণকারী ঠিকাদার যথাক্রমে গ্রম্নপ নং- ০১ মেসার্স উদয় শংকর চাকমা, তিনটিলা, লংগদু। গ্রুপ নং- ০২ মেসার্স জেসমিন এন্টারপ্রাইজ। গ্রম্নপ নং-০৩ মেসার্স উদয় শংকর চাকমা, তিনটিলা, লংগদু। গ্রম্নপ নং-০৪ মেসার্স উদয় শংকর চাকমা, তিনটিলা, লংগদু। গ্রম্নপ নং-০৫ মেসার্স উদয় শংকর চাকমা, তিনটিলা, লংগদু। উলেস্নখিত ঠিকাদারগণের সহিত চুক্তি সম্পাদন পূর্বক কার্যাদেশ প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। খ) উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা, বরকল ২০১১-১২ খ্রিঃ অর্থ বছরের ত্রাণ শাখায় বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উন্নয়ন মূলক কার্যক্রম সুষ্টুভাবে বাসত্মবায়নের জন্য সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে রেজুলেশনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের তালিকা তৈরী করে অত্র কার্যালয়ে জমা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করেন। গ) এখন পর্যমত্ম নতুন কোন বরাদ্দ পাওয়া যায়নি। অত্র বিভাগের বাকী কার্যক্রম যথারীতি চলছে। | ১। সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। ২। এ সংক্রামত্ম কাজে কোন প্রকার অনিয়ম যাতে না হয় সে দিকে কঠোর দৃষ্টি দিতে হবে।
| ১। উপজেল প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা, বরকল। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৮. | উপজেলা প্রকৌশল বিভাগ (এডিপি-২০১১-১২) উপজেলা প্রকৌশলীর পক্ষ্যে উপস্থিত উপ সহকারী প্রকৌশলীজনাব সুরেন্দ্র লাল চাকমা সভায় জানান যে, স্থানীয় সরকার বিভাগ উপজেলা-২ শাখা এর স্মারক নং- ৪৬.০০৫.০২০.০৯.০১.০০১.২০১১-১২ ইং মাধ্যমে ২০১১-১২ খ্রিঃ এর বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বরাদ্দে ১ম কিসিত্মতে প্রাপ্ত টাকা ১৮,২৮,০০০/- উপর ভিত্তি করে সম্ভাব্য ০৪ কিসিত্মর টাকা ১৮,২৮,০০০/-× ৪ = ৭৩,১২,০০০/- মাত্র। তন্মধ্যে বিগত ২০১০-১১ খ্রিঃ এর বর্ধিত কাজের বিপরীতে ১০,৬৬,৩৬৩/- টাকার বকেয়া বিল রয়েছে। যাহা উপজেলা পরিষদে ২৯/০৫/২০১১খ্রিঃ তারিখে অনুষ্ঠিত মাসিক সভায় সিদ্ধামত্ম রয়েছে। সভায় এ বিষয়ে বিসত্মারিত আলোচনা করা হয়। আলোচনামেত্ম বকেয়া বিলের টাকা বাদ দিয়ে অর্থাৎ অবশিষ্ট টাকা (৭৩,১২,০০০/- - ১০,৬৬,৩৬৩/-)= ৬২,৪৫,৬৩৭/- টাকা এর উপর ২০১১-১২ সনের একত্রে উপজেলা পরিষদ তহবিল ব্যবহার নির্দেশিকা ২০১০ এর নীতিমালা অনুসারে খাতওয়ারী নিমণরম্নপ বিভাজন প্রসত্মাব রাখেন। খাতওয়ারী বিভাজন
গত ১৯/০৯/২০১১ খ্রিঃ তারিখের প্রকল্প বাছাই কমিটি সুপারিশক্রমে ২০১১ -১২ সনের এডিপির আওতায় নিমণরম্নপ খাতওয়ারী প্রকল্প সমূহ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়-
ইউনিয়ন ওয়ারী বিভাজন
| সভায় বিষয়টির উপর বিশদ আলোচনামেত্ম সিদ্ধামত্ম গৃহীত হয় যে, গত ২০১০-১১ সনের কেরিট অভার কাজের বকেয়া বিলের টাকা ১০,৬৬,৩৬৩/- টাকা ১ম কিসিত্মতে প্রাপ্ত বরাদ্দ হতে পরিশোধ করা হবে এবং ২০১১-১২ সনে গৃহীত প্রকল্প সমূহের স্থান সরেজমিনে পরিদর্শন করে প্রাক্কলন প্রস্ত্তত করতঃ পরবর্তী সমন্বয় সভায় উপস্থাপন করার জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ জানানো হ’ল। | ১। উপজেলা প্রকৌশলী, বরকল। ২। উপসহকারী প্রকৌশলী, বরকল। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯. | উপজেলা কৃষি বিভাগ উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত সকলকে তার শেষ সভায় স্বাগত জানিয়ে বলেন এটি তার চাকুরী জীবনের শেষ সভা। আগামী ২৮/০৯/২০১১খ্রিঃ তারিখে তার এলপিআর শুরম্ন হবে। তাই তিনি তার ভবিষ্যত অবসর জীবন যাথে সুষ্টু, সুন্দর ও রোগমুক্ত ভাবে কাটাতে পারেন সকলের কাছে তিনি আশীবার্দ প্রার্থনা করেন। অতঃপর তিনি বলেন যে, বর্তমানে মাঠে আউশ ফসলের কর্তন চলছে। এ পর্যমত্ম ৫৫০ হেক্টর আউশ ধানের মধ্যে প্রায় ৪৯৫ হেক্টর ধানীজমি কর্তন সম্পন্ন হয়েছে। এতে হেক্টর প্রতি ফলন উচ্চ ফলনশীল জাতের ২.০০০ মেঃ টনের বেশী এবং স্থানীয় জাতের ফলন প্রায় ১.৫০০ মেঃ টন। তাছাড়া নেরিকা-১ জাতের ‘‘উগান্ডার’’ ধানের হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে ২.২০০ মেঃ টন চাউলে। ধানটির বৈশিষ্ঠ হচ্ছে এটি খরা সহনশীল এবং ৯০ দিনে পাকে। উৎপাদিত ধানের বীজগুলো কৃষক সংরক্ষণ করেছেন এবং কৃষকদের মধ্যে বিতরণ করবেন। রোপা আমন ধানের আবাদ হয়েছে ৪১০ হেক্টর। এতে উচ্চ ফলনশীল জাতের জমি ৩৮০ হেক্টর এবং স্থানীয় জাতের জমি ৩০ হেক্টর মোট ৪১০ হেক্টর। ধানের অবস্থা ভাল। জুমে আদা ২২০ হেক্টর এবং হলুদ ২১৫ হেক্টর। কিছু কিছু জমিতে মাজরা পোকার আক্রমণের দেখা যাচ্ছে। কৃষক ভাইদের কীট নাশক প্রয়োগের পরামর্শ দেয়া হচ্ছে। উপজেলা পরিষদের সহায়তা বরকল সদর ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় কুলের চারা রোপন ও ঘেরাবেড়ার কাজ সম্পন্ন হচ্ছে। বান্দুরীছড়ায় পার্শ্ববর্তী ২৩ পরিবারকে ১০ টি করে আম্রপালী চারা প্রদান করা হয়েছে এবং বাকী চারা সমূহ ছড়ার পার্শ্ববর্তী স্থানে রোপন কাজ শেষ হয়েছে। এতে ৩০০টি আম্রপালী চারা রোপন সম্পন্ন হয়েছে। ফালিতাঙ্যা চুগ নামক স্থানে প্রদান করার প্রকল্পের টাকা হতে মোট আটটি কীটনাশক সিঞ্চন যন্ত্র ক্রয় করা হয়েছে। উক্ত যন্ত্রসমূহ উপজেলা পরিষদ হেডকোয়ার্টারে জমা আছে। উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ সিঞ্চন যন্ত্র রিসিভ করে স্ব স্ব বস্নকে কৃষকগণকে দিবেন এবং সময়মত ফেরত নিয়ে আসবেন। আইমাছড়া ইউনিয়ন হতে ক্রয়কৃত ২৬ কার্টুন কীটনাশক ও রোগনাশক ওষধ ক্রয় করা হয়েছে। বরকল এলাকার কৃষকগণ স্ব স্ব বস্নকের উপ সহকারী কৃষি কর্মকর্তাগণের প্রেসক্রিপন অনুযায়ী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে উক্ত ওষধ গ্রহণ করবেন। পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকগণকে মাটি পরীক্ষা করার জন্য সপ্তাহের ০৩ দিন কৃষি কর্মকর্তার কার্যালয়ে মাটি পরীক্ষা ও পরামর্শ দেওয়া হবে। তামাক চাষে নিরম্নৎসাহ করার লক্ষ্যে বোরো মওসুমে তৈল জাতীয় ও ডাল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক কৃষাণীগণকে প্রশিক্ষণ দেয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরী করে উপজেলা পরিষদ হতে প্রাপ্ত বীজ সহায়তা প্রদান করা যাবে। সময়মত সরিষা ও ডাল ফসল করে ও বোরো ধান রোপন করতে পারবে। এতে কৃষকের ঘরে বাড়তি একটি ফসল উঠবে। আগামীতে বৃক্ষরোপনের জন্য উপজেলা পরিষদ হতে অগ্রাধিকার তালিকা করে এক বিঘা জমির জন্য আম্রপালী, চায়না ২-৩ চারা বিনামূল্যে বিতরণের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হ’ল। | ১। উপজেলার কৃষি বিভাগের কার্যক্রম সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে হবে। ২। দেশে খাদ্য সংকট নিরসন কল্পে সকল উপসহকারী কৃষি কর্মকর্তাগণকে কৃষকের সাথে সরাসরি মাঠে যোগাযোগ রেখে ফসলের বিভিন্ন রোগ বালাই দমন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।
| ১। উপজেলা কৃষি কর্মকর্তা, বরকল। ২। উপ সহকারী কৃষি কর্মকর্তা, বরকল। | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০. | বিবিধ উপজেলা পরিষদের কর্মরত মালী কাম ঝাড়ুদার জনাব মংক্যসিং মার্মা’র চাকুরী হতে অব্যহতির কারণে তদস্থলে দৈনিক বেতন ১৮০/- টাকা (কাজ নাই বেতন নাই) হিসেবে জনাব আরিফ হোসেন কে মালী কাম ঝাড়ুদার পদে নিয়োগ প্রদান করার বিষয়টি সভায় উত্থাপন করা হয়।াভা | ১। জনাব মংক্যসিং মার্মা’র অব্যাহতির ফলে উক্ত পদে দৈনিক ১৮০/- টাকা হারে জনাব আরিফকে নিয়োগ প্রদান করা হয় এবং ০১/১০/২০১১ খ্রিঃ হতে তা কার্যকর করা হবে। | ০১। চেয়ারম্যান উপজেলা পরিষদ। |
পরিশেষে সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
| (সমেত্মাষ কুমার চাকমা) চেয়ারম্যান উপজেলা পরিষদ বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা। |
স্মারক নং- ৫৮৬.১০১.০১৩.০০০.০০২.২০১১-৭১৭ তারিখ- ০৯/১০/২০১১খ্রিঃ।
সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত অনুলিপি প্রেরণ করা হ’ল-
০১। মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
০২। জেলা প্রশাসক, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
০৩। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
০৪। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
০৫। উপজেলা ................................................. কর্মকর্তা, বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
০৬। চেয়ারম্যান ......... নং ............................................ ইউনিয়ন পরিষদ, বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
০৭। জনাব ................................................................................. বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
০৮। অফিস কপি।
| (মোঃ মনিরুল আলম) উপজেলা নির্বাহী অফিসার বরকল, রাঙ্গামাটি পার্বত্য জেলা। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS