বরকল একটি পাহাড় ঘেরা উপজেলা। এ উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম হলো নৌ পথ। এ উপজেলায় নৌ ভ্রমণের সময় আশেপাশে পাহাড়ের পাদদেশে অবস্থিত গ্রামসমূহে বেড়াতে পারেন। প্রকৃতির একদম কাছে এসে প্রাকৃতিক দৃশ্য অবলোকনে এক রোমাঞ্চকর অনুভূতি হয়। একসাথে খুব কাছ থেকে পাহাড় দেখা ও নৌভ্রমণ করা দুটোই হবে বরকল ভ্রমণ করলে। তাছাড়া সুবলং এ ঝর্ণায় অবগাহন তো রয়েছেই। বরকল সদর উপজেলায় বেশ কয়েকটি পাহাড়ী ছড়া রয়েছে। এ উপজেলা এলাকার লোকজনের পানীয় জলের চাহিদা সহ ব্যবহার্য জলের চাহিদা পুরণ করে এই ছড়া সমূহ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS